১৯৬০ সালে অত্র বিদ্যালয়ের যাত্রা শুরু হয় এব সুদীর্ঘ অর্ধ শতাব্দী পেরিয়ে এসেছে আমাদের বিদ্যালয়। এই সুদীর্ঘ সময়ে এ অঞ্চলের জনগণের মাঝে বিতরণ করেছে আলোক শিখা। আমি আজ এ মুহূর্তে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শুভাকাঙ্খী, শিক্ষানুরাগী, কৃতি সন্তান শ্রদ্ধাভরে স্মরণ করছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি জাতির বীর সেনানীদের, যাঁদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলাদেশ।
প্রতিষ্ঠার পর থেকেই অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে আজ এই হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়টি একটি নামকরা বিদ্যালয়ে পরিণত হয়েছে। সম্প্রতি এর উচ্চ পর্যায়ের কারিকুলাম বিশেষজ্ঞ বিদ্যালয়টি পরিদর্শন করে সন্তোষজনক মন্তব্য করেছেন। ৮ম ও ১০ম শ্রেণির ছাত্রদের জন্য বন্ধগুলোতে বিশেষ ক্লাস এর ব্যবস্থা করা হয়েছে। যার ফলে আমরা মনে করি শিক্ষার্থীদের পড়ালেখার মানসহ রেজাল্ট আরও ভালো হবে। এ প্রক্রিয়া চালুর মাধ্যমে আমরা সফলতা পেয়ে আসছি। এই প্রক্রিয়া অব্যাহত রাখার ব্যাপারে আমরা সম্মানিত অভিভাবকগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
প্রধান শিক্ষক
হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়